শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

বাল্কহেডের ধাক্কায় সেতু ভেঙে নদীতে

 

কুমিল্লার দাউদকান্দিতে বাল্কহেডের ধাক্কায় ১৫ বছরের পুরনো একটি সেতু ভেঙে পড়েছে। শুক্রবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার ছান্দ্রা গ্রামের কাছে কালাডুমুর নদীতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর বাল্কহেডের চালক ও তার সহকারীরা সাঁতরে তীরে উঠে যায়।

স্থানীয় এক বাসিন্দা জানান, কালাডুমুর নদীর ওপর নির্মিত সেতুটি দক্ষিণের ছান্দ্রা গ্রাম থেকে উত্তরের গলিয়ার চর ও চরচার পাড়সহ অন্তত পাঁচ গ্রামের যোগাযোগের মাধ্যম। সেতু ভেঙে পড়ায় ছয় কিলোমিটার পথ ঘুরে গৌরীপুর বাজার ও গৌরীপুর বাসস্ট্যান্ড হয়ে যাতায়াত করতে হবে এসব এলাকার বাসিন্দাদের।

স্থানীয় রায়পুর পোস্ট অফিসের মাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘চারদিন আগে এক দুর্ঘটনায় সেতুর একটি অংশ ভেঙে পড়ে। আর শুক্রবার ভোররাতে বাল্কহেডের ধাক্কায় সেতুটি সম্পূর্ণ ভেঙে যায়। সেতুর ভাঙা অংশ এখনো বাল্কহেডের ওপরে পড়ে আছে। তিন হাজার মানুষের যাতায়াতের সেতুটি ভেঙে যাওয়ায় ভোগান্তির শেষ নেই।’

ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিটের স্টেশন অফিসার মো. রাসেল বলেন, ‘কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেছেন, যেহেতু বাল্কহেড ভেঙেছে, তাই তারাই উদ্ধার কাজ করবে। প্রয়োজন হলে আমাদের ডাকবে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. আফসার হোসেন খন্দকার বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। সেতুটি মেরামতের সুযোগ নেই। তাছাড়া সেতুটি ডেমেজ হয়ে গেছে। নতুন আরেকটি সেতু স্থাপনের জন্য কাগজপত্র প্রস্তুত করছি।’

সম্পর্কিত শব্দসমূহঃ

এই শাখা থেকে আরও পড়ুনঃ

সর্বশেষ আপডেট