বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

জার্মানির কোলন মসজিদে এই প্রথম মাইকে আজান প্রচার

 

জার্মানির কোলন মসজিদে এই প্রথম মাইকে আজান প্রচারিত হয়েছে। গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) আজান প্রচারের মধ্য দিয়ে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়। 

মাইকে আজান প্রচারের অনুমতি দানের জন্য শহর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের ইসলামি ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স এর সেক্রেটারি জেনারেল আবদুর রহমান আটাসয়। 

জার্মানির অন্যতম বৃহত্তম শহর কোলন। এখানে প্রায় ১ লাখ ২০ হাজার মুসল্লির বসবাস। যা শহরের মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ। 

পাইলট প্রজেক্টের আওতায় শহর কর্তৃপক্ষ মাইকে আজানের অনুমতি প্রদান করেন। তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দেওয়া হয়। বলা হয় মাইকে আজানের শব্দ ৬০ ডেসিবলের মধ্য থাকতে হবে। 

মাইকে আজান দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি সহযোগিতা করেন শহরটির মেয়র হেনরিয়েট রেকার। তবে এ কাজের জন্য তিনি ডানপন্থীদের কাছ থেকে ব্যাপক সমালোচনার শিকার হন। 

জার্মানির সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবেন। তবে স্পিকারে আজান দেওয়ার ক্ষেত্রে দেশটিতে কিছু বিধি বিধান রয়েছে। 

মাইকে আজান দেওয়ার বিষয়ে অনেক আগে থেকেই বিরোধিতা করে আসছে দেশটির ডানপন্থী দলের রাজনীতিবিদরা। তাদের আশঙ্কা এর মাধ্যমে জার্মানিতে ইসলামের প্রসার ঘটতে পারে। 

জার্মানিতে মোট ৮ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। পশ্চিম ইউরোপের এ দেশটিতে ফ্রান্সের পরই সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার বসবাস। 

সম্পর্কিত শব্দসমূহঃ

এই শাখা থেকে আরও পড়ুনঃ

সর্বশেষ আপডেট