শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু

 

রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ৯ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে গত ১৩ অক্টোবর এক দিনে আটজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬১।

গত ২৪ ঘণ্টায় ৮৮৩ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছিল। আর ৯৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোয় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৯৮। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ৩৮৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এত দিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকায় অনেক বেশি ছিল। কিছুদিন ধরে ঢাকার বাইরের বিভিন্ন জেলায়ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।

এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৪০ হাজার ৯৮৩। এর মধ্যে ঢাকায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১৩ হাজার ৩৩৭ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ঢাকা মহানগরে ডেঙ্গুতে মারা গেছেন ৯৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৬৩ জন। গত অক্টোবরে এ বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়। গত মাসে মৃত্যু হয় ৮৬ জনের, আক্রান্ত হন ২১ হাজার ৯৩২ জন। গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্ত মানুষের মধ্যে ৩৪ জন মারা যান। এ বছর এখন পর্যন্ত ৩৫ হাজার ২৬১ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

সম্পর্কিত শব্দসমূহঃ

এই শাখা থেকে আরও পড়ুনঃ

সর্বশেষ আপডেট