শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

সংগীতশিল্পী মিলার বিচার শুরু

 

সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে সাবেক স্বামীকে এসিড ছুড়ে মারা ও হত্যাচেষ্টার মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।


রোববার বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া জিন্না এ আদেশ দেন।

জানা গেছে, ২০১৯ সালের গত ৫ জুন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি বাদী হয়ে মামলাটি করেন।  মামলায় মিলা ছাড়া অন্য আসামি হলেন—পিস জন পিটার হালদার কিম।  তাকে মিলার সহযোগী দেখানো হয়েছে।

অ্যাসিড অপরাধ দমন আইনের ৫ (খ) ৭ ধারায় মিলার বিরুদ্ধে মামলাটি করা হয়।  সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি ২ জুন অ্যাসিডে দগ্ধ হন।  

জানা যায়, ২০১৭ সালের মে মাসে মিলা-পারভেজ বিয়ে করেন। কয়েক মাস না যেতেই তাদের সম্পর্কে ফাটল ধরে।  ছয় মাস সংসার করার পর ওই বছরের সেপ্টেম্বরে তাদের ডিভোর্স হয়।

২০১৭ সালের অক্টোবরে পারভেজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও করেন মিলা। এসব নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।  এর মধ্যেই এসিড হামলার শিকার হন মিলা।
 

এই শাখা থেকে আরও পড়ুনঃ

সর্বশেষ আপডেট