বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

‘মহাকাশে’ গ্যাসস্টেশন নির্মাণ হবে

 

মহাকাশ বিজ্ঞানীরা এবার পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা পরিত্যক্ত যন্ত্রাংশ থেকে রকেটের জ্বালানি তৈরি করতে ‘মহাকাশে গ্যাসস্টেশন’ নির্মাণের নতুন পরিকল্পনায় হাত দিয়েছেন। অস্ট্রেলীয়া প্রতিষ্ঠান নিউম্যান স্পেস যোগ দিয়েছে ।


পরিকল্পনার অংশ হিসাবে মহাকাশে ভেসে বেড়ানো পরিত্যক্ত বস্তু, যেগুলো পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে, সেগুলোকে নবায়ন করবে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানটি; পরিণত করবে রকেটের জ্বালানিতে। এজন্য ‘ইন- স্পেস ইলেকট্রিক প্রোপালশন সিস্টেম’ নামে একটি প্রযুক্তি আবিষ্কার করেছে অস্ট্রেলীয় প্রতিষ্ঠানটি। পৃথিবীর কক্ষপথের কাছাকাছি অবস্থানে থাকা মহাকাশযানের আয়ু বাড়াতে, স্যাটেলাইটগুলো নড়াতে কিংবা কক্ষপথ থেকে সরাতে ব্যবহার করা হবে এ প্রযুক্তি।

এরপর এ প্রোপালশন সিস্টেমের জন্য জ্বালানি হিসাবে ব্যবহারে মহাকাশে পরিত্যক্ত যন্ত্রাংশকে গ্যাসে পরিণত করার পরিকল্পনা হাতে নিয়েছে নিউম্যান স্পেস। এ লক্ষ্যে আরও তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে নিউম্যান।

এই শাখা থেকে আরও পড়ুনঃ

সর্বশেষ আপডেট