শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে বকুল-মাতিন পরিষদের বিজয় 

 

এসএম রুবেল,চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের নির্বাচন ও ফলাফল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার ২৮/১২/২০২১ইং সকাল থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল পর্যন্ত ভোট গ্রহন সম্পন্ন হয়। এর আগে এ নির্বাচন ২৫/১২/২০২১ইং তারিখে সম্পন্ন হবার কথা থাকলেও ইউপি নির্বাচনের জন্যে তা সাময়িক স্থগিত হলেও, নির্বাচন জেলা প্রশাসনের উপস্থিতিতে সুষ্ঠ  ভাবে সম্পন্ন হয়। জেলা ট্রাক মালিক গ্রুপ সংশ্লীষ্ট কর্তৃপক্ষ জানান আজকের নির্বাচনে সকলেই সন্তুষ্ট, কোন প্রকার অপ্রিতিকর ঘটনা বিহীন ভোট গ্রহন, গণনা ও ফলাফল ঘোষণার প্রতিটি পর্ব সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়। কর্তৃপক্ষ জানান,এবারের এ নির্বাচন জেলা ট্রাক মালিক গ্রুপ চাঁপাইনবাবগঞ্জের দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে দুটি প্যানেল এর সর্বমোট ৩৪জন বিভিন্ন পদে ভিন্ন ভিন্ন প্রতিক নিয়ে অংশ গ্রহন করেন। একটি প্যানেলে প্রার্থী হিসেবে ১৭ জন বকুল-মাতিন পরিষদ, অপর একটিতে ছিলেন ১৭জন সেন্টু-মালেক পরিষদ। এ নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ৪৪৮ এর মধ্যে ভোট কাস্টের সংখ্যা ৪৩২-৩৩।

ভোটের ফলাফলে সকলেই সন্তোষ প্রকাশ করেন। নির্বাচন পরিচালনা বোর্ডের দায়িত্বে ছিলেন এ্যাড.আনোয়ার হোসেন ডলার, এ্যাড. রবিউল দোলন ও ডা. মাহমুদুল ইসলাম কনক। নির্বাচনে সচিবের দায়িত্বে ছিলেন মো. কাউসারুজ্জামান। নির্বাচন বোর্ডের ফলাফল ঘোষণা করেন অত্র বোর্ডের চেয়ারম্যান এ্যাড. আনোয়ার হোসেন ডলার। ভোট গণনা শেষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয় এতে বকুল মাতিন পরিষদের সকলেই বিজয়ী বলে নিশ্চিত করেন। তথ্যটি নিশ্চিত করেন নির্বাচন পরিচালনা ও ফলাফল বোর্ডের চেয়ারম্যান এ্যাড. আনোয়ার হোসেন ডলার। নির্বাচনে সভাপতি নির্বাচিত হন এ্যাড. মো. আব্দুস সামাদ (বকুল) তিনি চেয়ার প্রতিক নিয়ে সভাপতি পদে ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর দিকে নিকট তম প্রতিদ্বন্দী পেয়েছেন ট্রাক প্রতিকে ৯৫ ভোট। ২৬৮ ভোট পেয়ে হরিণ প্রতীক মার্কা নিয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন আল.শহীদ আহমেদ । নিকটতম প্রতিদ্বন্দী মো. মতিউর রহমান ১০৭ ভোট পেয়ে মাছ প্রতীক নিয়ে সিনিয়র সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন । ২৮০ ভোট পেয়ে সহ-সভাপতি পদে বাস প্রতীক নিয়ে  নির্বাচিত হন আল. তরিকুল আলম। নিকটতম প্রতিদ্বন্দী কামাল আহমেদ টেলিফোন প্রতীক পেয়েছেন ৯৫ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আ. মাতিন ছাতা প্রতীক ২৫৫ ভোটে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দী মো. আ. মালেক পেয়েছেন ১২০ভোট। এছারা যুগ্ম সম্পাদক হয়েছেন সেন্টু মালেক পরিষদ'র বিজয়ী হন ২৮৩ ভোটে আনারস প্রতিকে মো. মাহবুব আলী। নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছেন ৯২ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে হাতি প্রতীক ২৯২ ভৌটে বিজয়ী হন মো. দানিউল হক। নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছেন ময়ূর প্রতীক ৮৩ ভোট। কোষাধ্যক্ষ পদে আল. আ. বারী হাত পাখা প্রতীক ২৭৫ভোটে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছেন আম প্রতীক পেয়েছেন ১০০ ভোট। দপ্তর সম্পাদক পদে মো. মাসুদ রানা দুরুল চশমা প্রতীক নির্বাচিত হন ২৬২ ভোটে।

নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছেন ফুটবল প্রতীক ১১৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. আল মামুন বটগাছ প্রতীক ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দী মই প্রতীক পেয়েছেন ৮৯ ভোট। এছাড়া বকুল-মাতিন পরিষদে সদস্য পদে আটজন এর মধ্যে আটজনই নির্বাচিত হয়েছেন। অপর দিকে সেন্টু-মালেক পরিষদে সদস্য পদে আটজনের মধ্যে জগ প্রতীক বাদে বাকি সাত জনই রয়েছেন বিজয়ীর তালিকায়।

বকুল-মাতিন পরিষদে বিজয়ী সদস্যরা হলেন যথাক্রমে,শফিকুল ইসলাম ফিরোজ, শরিফুল ইসলাম, তোহরুল ইসলাম, নাসিরুল হক মাখন, বাবলু,মাসুদ রানা, আব্দুল হক ও শহিদুল ইসলাম প্রমূখ। সেন্টু-মালেক পরিষদে পরাজিত সদস্যরা হলেন যথাক্রমে, রোজিদুল ইসলাম, আবু মামুদ,জিয়াউল হক ডিকেন,গোলাম রাব্বানী,আনারুল হক বাচ্চু,এসএম ফিরোজ ও গোলাম জীবন কাদের বিশ্বাস।

সম্পর্কিত শব্দসমূহঃ

এই শাখা থেকে আরও পড়ুনঃ

সর্বশেষ আপডেট