শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

জয়নাল হাজারীর সমাধিতে ভক্তের চিরকুট ক্ষমা করো হে বীর

 

ফেনী প্রতিনিধি:  সদ্যপ্রয়াত বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদীন হাজারীর সমাধিতে এক ভক্তের আবেগঘন চিরকুট পাওয়া গেছে। চিরকুটটি লিখে ওই ভক্ত ফুল এবং পাথর চাপা দিয়ে মুজিব উদ্যানের হাজারী সমাধিতে রেখে যান। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়।

চিরকুটটিতে ওই ভক্ত লিখেন,
আমাকে ক্ষমা করে দিবেন হে বীর নেতা যাদের ভয়ে গত ২০টি বছর আপনার সাথে দেখা করতে পারিনি তার পরও তাদের বৃত্তের কারণে ভালো করে আপনার মুখ খানা দেখতে পারিনি।
ইতি আপনার ভক্ত।


গত ২৭ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে মূত্যুবরন করেন জয়নাল হাজারী। 


আওয়ামীলীগের উপদেষ্টা, সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা  জয়নাল হাজারী লাখো মানুষর শ্রদ্ধা ও ভালোবাসায় মুজিব উদ্যানে শায়িত হলেন। হাজারীর দ্বিতীয়  জানাযা মঙ্গলবার বাদ আছর ফেনী সরকারী পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা পূর্বে লক্ষাধিক লোকের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।


জানাযা শেষে মরহুমের লাশ ফেনী শহরের মাষ্টারপাড়াস্থ মুজিব উদ্যানে দাফন করা হয়।

 

সম্পর্কিত শব্দসমূহঃ

এই শাখা থেকে আরও পড়ুনঃ

সর্বশেষ আপডেট