বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিক্ষামন্ত্রী: এসএসসি-এইচএসসি পরীক্ষা সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়

 

করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় এনে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। আজ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময়মতো হবে না বলে বলেন, শিক্ষামন্ত্রী। এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। কতগুলো বিষয়ের পরীক্ষা নেয়া হবে, পরিস্থিতি বুঝে সেই সিদ্ধান্ত নেয়া হবে। হয়তো বছরের মাঝামাঝি গিয়ে পরীক্ষা নিতে পারব। এখনই তারিখ দেওয়া সম্ভব নয়। আমরা পর্যবেক্ষণ করতে থাকব। পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি হলে পরীক্ষা হবে। দু-তিন মাস আগে হয়তো পরীক্ষার তারিখ বলতে পারব। পরিস্থিতি অনুকূলে না থাকলে তারিখ পেছাবে।

এই শাখা থেকে আরও পড়ুনঃ

সর্বশেষ আপডেট