শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

আশুগঞ্জে অবরুদ্ধ রুমিন ফারহানা

 

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশে যোগ দিতে আসা বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রুমিন ফারহানাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (০৮ জানুয়ারি ২০২২) বেলা পৌনে একটার দিকে তাঁর পথ রোধ করে আশুগঞ্জ উপজেলার উজান ভাটি হোটেলে নিয়ে অবরুদ্ধ করে রাখে পুলিশ।

রুমিন ফারহানা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে ভৈরব টোল প্লাজায় তাঁকে এক ঘণ্টা আটকে রাখে পুলিশ। অনেক কথা-কাটাকাটির পর সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব-আশুগঞ্জ সড়ক সেতু) দিয়ে তিনি আশুগঞ্জ উপজেলার দিকে রওনা হন। পরে আশুগঞ্জে সেতুর ওপরই পুলিশ আবার তাঁকে আটক করে। মূলত পুলিশ তাঁকে ব্রাহ্মণবাড়িয়ায় যেতে দিচ্ছে না।

রুমিন ফারহানা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশের বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারকে চিঠি দিয়েছি। মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েছি। কিন্ত তাঁদের কেউ কোনো সাড়া দেননি। আমার জেলায় আমি যাব। এটা আমার অধিকার। আমাকে কোন আইনে পুলিশ আটক করে? পুলিশের কোনো অধিকার নেই আমাকে আটক করার। পুলিশ আমাকে বেষ্টনী দিয়ে আশুগঞ্জের উজান ভাটি হোটেলে নিয়ে গেছে। আমি এখান থেকে সংবাদ সম্মেলন করব।’

এ বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই সাংসদ রুমিন ফারহানাকে সেখানে যেতে দেওয়া হয়নি। তাঁকে উজান ভাটি হোটেলে অবস্থান করতে বলা হয়েছে। তিনি দুপুরের খাওয়াদাওয়া শেষ করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে জেলা বিএনপি ও ছাত্রলীগের সমাবেশ ডাকায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। আজ সকাল ছয়টা থেকে সমাবেশস্থল ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারসহ পৌর এলাকায় ১৪৪ ধারা চলছে।

পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করায় সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলী বাজারে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। দুপুর নাগাদ সেখানে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই সেখানে জেলা বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। বিএনপির কুমিল্লা অঞ্চলের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক সায়েদুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লাসহ অনেকেই বটতলী বাজার এলাকায় উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য সিরাজুল ইসলাম এবং পৌর বিএনপির মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।

 

সম্পর্কিত শব্দসমূহঃ

এই শাখা থেকে আরও পড়ুনঃ

সর্বশেষ আপডেট